স্পোর্টস ডেস্ক: ইরায়েল সমানতালে লড়েছে। গোলের একাধিক সুযোগও পেয়েছে তারা। কিন্তু সুবর্ণসুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে উয়েফা নেশন্স লিগ এ’-এর গ্রুপ টু’তে জয় পেয়েছে ইতালি। ইসরায়েলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এ নিয়ে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করলো ইতালি।
নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতালি দারুণভাবে শুরু করেছিল নেশন্স লিগ অভিযান। দ্বিতীয় ম্যাচেও ইসরাইলের বিপক্ষে আধিপত্য ছিল আজ্জুরিদের।
ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় ইতালি। ফেদেরিকো দিমার্কোর ক্রস দাভিদে ফ্রাত্তেসি জড়ান জালে। দ্বিতীয় গোল আসে ৬২ মিনিটে। এবার ইতালির ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ময়েস কিন।
তবে ৯০ মিনিটে এক গোল শোধ দেয় ইসরায়েল। আবু ফনি স্কোরশিটে নাম তুললেও ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইসরায়েলকে। টানা দুই হারে গ্রুপের তলানিতে রয়েছে ইসরায়েল।