শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবা অলিম্পিয়াডে অংশ নিতে ১০ দাবাড়– হাঙ্গেরি উড়াল দিলেন

স্পোর্টস ডেস্ক: চল্লিশ বছর আগে (১৯৮৪ সাল) দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ ছিলো। এই সময়েও নেই উল্লেখযোগ্য সাফল্য। কেবল নিয়মরক্ষার মিশনে হাঙ্গেরি যাচ্ছেন ১০ দাবাড়ু। দেশটির রাজধানী বুদাপেস্টে মঙ্গলবার শুরু হবে দুই সপ্তাহব্যাপী দাবাড়ুদের এই মিলনমেলা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ অংশ নেবে ওপেন ও নারী বিভাগে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে বুদাপেস্টের উদ্দ্যেশে রওনা হয়  জাতীয় দল। ১০ দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বর্তমানে জার্মানি আছে। সেখান থেকে তিনি যোগ দেবেন বুদাপেস্টে। 

এবার দেশের দুই গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টার ও দুই ফিদে মাস্টার নিয়ে গঠিত ওপেন বিভাগের বাংলাদেশ দাবা দল এবং এক মহিলা আন্তর্জাতিকমাস্টার, দুই মহিলা ফিদেমাস্টার ও দুই মহিলা ক্যান্ডিডেটমাস্টারকে নিয়ে মহিলা দল গঠন করা হয়েছে। যাদের নিয়ে গতবারের চেয়ে ভালো ফলাফল প্রত্যাশা করছেন কর্মকর্তারা।

ওপেন বিভাগ থেকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টারের নর্ম দুই ফিদেমাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জনের জন্য চেষ্টা করবেন। মহিলা বিভাগের চার খেলোয়াড় আন্তর্জাতিক মহিলামাস্টারের নর্ম অর্জনের চেষ্টা করবেন।

বাংলাদেশ দাবা দল-
কংগ্রেসে ডেলিগেট: সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
ম্যাচ বিচারক: মো. হারুন অর রশিদ।

ওপেন বিভাগের দল- অধিনায়ক: মাসুদুর রহমান মল্লিক, খেলোয়াড়: গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

মহিলা দল-
অধিনায়ক: মাহমুদা হক চৌধুরী মলি, খেলোয়াড়- আন্তর্জাতিক মহিলামাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়