শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ৪-১ গোলে হারালো স্পেন

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জয়ের দেখা পয়নি স্পেন। ড্রতেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে যার পরনাই লড়ে বড় ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো। রোববার (৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এতে নেশন্স লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান ইউরো ও নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামালের ক্রসে হোসেলুর নিখুঁত হেড সুইস গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও ততক্ষণে তা পেরিয়ে যায় গোললাইন। ১৩ মিনিটে নিকো উইলিয়ামসের নেয়া শট ক্লিয়ার করতে পারেননি কোবেল। সেই সুযোগে ফিরতি শটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। বিরতির আগে অমদৌনির গোলে ব্যবধান কমায় সুইজারল্যান্ড। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দুই দলের স্ট্রাইকাররা। ম্যাচের ৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। ফেরান তোরেসের ক্রসে দারুণ প্লেসিংয়ে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রুইজ।

ঠিক তার তিন মিনিট পর হোসেলুর পাস ধরে গোল আদায় করে নেন তোরেস। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুয়েন্তের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়