শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিনা সাবালেঙ্কা ইউএস ওপেনের নতুন রানী

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের নারী বিভাগের ফাইনাল ম্যাচ জমিয়ে তুলেছেন এই নতুন রানী। নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা প্রতিপক্ষ জেসিকা পেগুলাকে ২-০ সেটে হারিয়ে প্রথমবার ইউএস ওপেন জিতলেন। বছরে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম সাবালেঙ্কার। চার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা ঘরে তুললেন দ্বিতীয় বাছাই। 

এক বছর আগে ঠিক এখানেই কোকো গফের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিল আরিনা সাবালেঙ্কার। তবে এবার আর তা হতে দেননি, সেই মার্কিনীদেরই কাঁদিয়ে ইউএস ওপেনের নতুন রানী বেলারুশ তারকা। আর প্রথম গ্র্যান্ডস্লামের অপেক্ষা বাড়লো জেসিকা পেগুলার।

সাবালেঙ্কার বছর শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন জিতে, আর শেষটা রাঙিয়ে রাখলেন ইউএস দিয়ে। ফ্লাশিং মিডোসে সরাসরি সেটে জিতলেও, দুবারই তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন পেগুলা। প্রথম সেট ৭-৫ গেমে হেরে, দ্বিতীয় সেটেও পিছিয়ে পরেছিলেন ৩-০ গেমে। তবে এরপর টানা ৫ গেম পয়েন্ট তুলে নেন সাবালেঙ্কা। যেখান থেকে তাকে আর থামাতে পারেননি ৬ নম্বর বাছাই।

১ ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইটা শুধু পেগুলার সঙ্গেই ছিল না ২৬ বছর বয়সী বেলারুশিয়ান তারকার। জয় করতে হয়েছে ২৩ হাজার আসনের স্টেডিয়ামে থাকা বেশিরভাগ মার্কিন সমর্থকদের চ্যালেঞ্জও।

চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবসময় এই ট্রফি জয়ের স্বপ্ন দেখতাম। অবশেষে এটি আমি পেলাম। স্বপ্ন সত্যি করতে যদি কেউ কঠোর পরিশ্রম করে, অবশ্যই তা পূরণ সম্ভব। যা আমার ক্ষেত্রে হয়েছে। নিজেকে নিয়ে নিজেরই গর্ব হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়