শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশনস লিগে ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিসের জয়

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশনস লিগে শুভ সূচনা ইংল্যান্ডের। তারা ২-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। এদিন অন্য ম্যাচে হাঙ্গেরিকে গুড়িয়ে দিয়েছে শক্তিশালী জার্মানি। তারা ৫-০ গোলের জয়ে মিশন শুরু করে। অপর ম্যাচে নেদারল্যান্ডসও জিতেছে বড় ব্যবধানে। বসনিয়াকে হারিয়েছে ৫-২ গোলে। আর গ্রিসের জয় ৩-০ গোলে।

এক সময় খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। এখন গায়ে ইংল্যান্ডের জার্সি। তাইতো ম্যাচ কিংবা ম্যাচের পর দুয়োধ্বনিতে পুড়েছেন থ্রি লায়নদের দু’জয়ের নায়ক ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ।

উয়েফা নেশনস লিগে জয় দিয়ে মিশন শুরু করলো ইংল্যান্ড। ইউরোর ফাইনাল হারের পর প্রথম ম্যাচ থ্রি লায়ন্সদের। আর অভিষেকটা রাঙিয়ে রাখলেন অন্তর্র্বতী কোচ লি কার্সলি।

ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন ডেকলাইন রাইস। তবে সাবেক দলের বিপক্ষে স্কোরশিটে নাম লিখিয়ে করেননি উদযাপন। ২০১৮ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে তিন ম্যাচ খেলেছেন আর্সেনাল মিডফিল্ডার। ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান কেইন। খুব কাছ থেকেও জাল খুজে নিতে পারেননি বায়ার্ন স্ট্রাইকার। তবে ভুল করেননি জ্যাক গ্রিলিশ। রাইসের কাটব্যাক, গোলে পূর্ণতা দেন ম্যান সিটি মিডফিল্ডার। তিনিও আয়ারল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-২১ পর্যন্ত। তবে তার উদযাপন ছিল বাধ ভাঙা।

প্রথমার্ধ ইংল্যান্ডের হলে, দ্বিতীয়ার্ধে বল দখলের আধিপত্যে আইরিশরা। তবে ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পায়নি।
এদিকে দাপুটে জয়ে নেশনস লিগে শুভসূচনা করলো জার্মানি। অভিজ্ঞ চার ফুটবলার মানুয়েল নুয়্যার, টনি ক্রুস, ইলকাই গুন্দোয়ান ও থমাস মুলারের অবসরের পর ডি মানশেফটদের প্রথম ম্যাচে চোখ ছিল পুরো ফুটবল বিশ্বের। তবে হাঙ্গেরির বিপক্ষে তরুণদের নজরকাড়া পারফরম্যান্স। 

ডুসেলডর্ফে হয়েছে গোল বন্যা। প্রথমার্ধে নিকোলাস ফুলকুর্গ দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পেয়েছেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিৎজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভাৎস।
গোলের সঙ্গে সতীর্থদের দু’গোলে অবদান রাখেন মুসিয়ালা। ম্যাচে গোলের জন্য ২৩টি শট নেয় জার্মানি। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়