শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের রিশাদ জিম্বাবুয়ের টি-টেন লিগে খেলবেন 

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ড্রাফট থেকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। এবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম আফ্রো টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি দল পেয়েছেন বাংলাদেশের এই লেগস্পিন-অলরাউন্ডার।

শুক্রবার ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে রিশাদের সরাসরি দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তাকে দলে নিয়েছে হারারে বোল্টস। সতীর্থ হিসেবে পাচ্ছেন নিউ জিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম ও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে। -অলআউট স্পোর্টস

এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রিশাদকে দলে নেয় হোবার্ট হ্যারিকেনস। তাসমানিয়ার দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন দেশটির কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

গত জুনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন রিশাদ। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ৭ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেন ডানহাতি এই লেগ-স্পিনার।

রিশাদ ছাড়াও এবারের আসরে প্রথমবারের মতো দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স।

ছয় দলের টুর্নামেন্টে প্রতিটি দলে একজন গ্লোবাল আইকন ক্রিকেটারসহ মোট ১৬ জন সদস্য থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতেও জিম্বাবুয়ের ক্রিকেটারদের নেওয়া যাবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। সবগুলো ম্যাচই হবে হারারাতে। রোববার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

রিশাদের আগে গত আসরে এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। জোবার্গ বাফেলোসের হয়ে ৮ ম্যাচে মুশফিক করেছিলেন ১২৬ রান। বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে তাসকিন হন ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়