শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। এবার এই ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের এই ফাইনাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ নিয়ে টানা তিনবার আয়োজিত হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুই বছরের চক্রে দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলে সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুইবারই রানার্সআপ হয়েছে ভারত।ফাইনাল দেখার সুযোগ পাবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। খেলার দেখার টিকিটের জন্য দর্শকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। সপ্তাহব্যাপী ক্রিকেট উৎসবে সামিল হতে পারবেন ক্রিকেটেপ্রেমীরা।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুতই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রিকেটীয় দিনপঞ্জিকাতে ভালো অবস্থান দখল করে নিয়েছে। ২০২৫ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। টিকিটের বড় রকমের চাহিদা থাকবে, যা ভক্তদের রেজিস্টার করার জন্য উৎসাহিত করবে। রেজিস্টার করার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে।
এদিকে এবারই প্রথম লর্ডসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্য ওভালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়