শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। এবার এই ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের এই ফাইনাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ নিয়ে টানা তিনবার আয়োজিত হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুই বছরের চক্রে দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলে সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল।

এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুইবারই রানার্সআপ হয়েছে ভারত।ফাইনাল দেখার সুযোগ পাবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। খেলার দেখার টিকিটের জন্য দর্শকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। সপ্তাহব্যাপী ক্রিকেট উৎসবে সামিল হতে পারবেন ক্রিকেটেপ্রেমীরা।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুতই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ক্রিকেটীয় দিনপঞ্জিকাতে ভালো অবস্থান দখল করে নিয়েছে। ২০২৫ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। টিকিটের বড় রকমের চাহিদা থাকবে, যা ভক্তদের রেজিস্টার করার জন্য উৎসাহিত করবে। রেজিস্টার করার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে।
এদিকে এবারই প্রথম লর্ডসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্য ওভালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়