শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ সেরা মিরাজ, ম্যাচ সেরা লিটন দাস

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে দারুণ একটি সফর শেষ করলো বাংলাদেশ। এই সফরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন দাশ। আর পুরো সিরিজে ব্যাট হাতে ১৭৫ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ম্যাচের শেষ দিন ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে মিরাজের ৫ উইকেট শিকারে ২৭৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ২৬ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটারকে হারিয়ে মারাত্মক চাপে পড়ে বাংলাদেশ। লিটন-মিরাজের পাল্টা আক্রমণে সেই চাপ কাটিয়ে ওঠার পাশাপাশি ফলো-অনও এড়ায় নাজমুল হোসেন শান্তর দল। তবে ১৬৫ রানের এই জুটি ভাঙলে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে তারা। দল তখনও পাকিস্তানের চেয়ে ৮৩ রানে পিছিয়ে ছিল। অলআউট স্পোর্টস

নবম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জুটি গড়ে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনেন লিটন। ৬৯ রানের জুটিতে হাসানের অবদান ছিল ৫১ বলে ১৩ রান। এরই মাঝে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৬২ রানে এই উইকেটকিপার-ব্যাটার আউট হলে সেখানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
ব্যাটিং ছাড়াও উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন লিটন। প্রথম ইনিংসে দুটি স্ট্যাম্পিংসহ দ্বিতীয় ইনিংসে গ্লাভসবন্দী করেন চারটি ক্যাচ।

অন্যদিকে ব্যাট-বলে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট জয়েই বড় ভূমিকা রাখেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ক্রিজে এসেই শুরু করেন পাকিস্তানি পেসারদের ওপার পাল্টা আক্রমণ। দ্রুত রান তুলে ইনিংসের গতিপথ অনেকটাই নিয়ে আসেন বাংলাদেশের দিকে।

এর আগে প্রথম ম্যাচেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিরাজ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের রান পাহাড় টপকাতে মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। মুশফিক (১৯১) ফিরলেও শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটারের ৭৭ রানের সুবাদে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দল লিড পায় ১১৭ রানের।

এরপর বল হাতে সাকিব আল হাসানকে নিয়ে পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে দেন মিরাজ। ঘূর্ণি জাদুতে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করেন ১৪৬ রানে। ড্রয়ের পথে থাকা ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ১০ উইকেটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়