শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি হলো পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামের স্বত্ত্ব

স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! নামটা এরপর থেকে আর হয়তো এভাবে শুনতে পাবেন না। আগামী পাঁচ বছর লাহোরের এই স্টেডিয়ামের নামের সঙ্গে জড়িয়ে যেতে পারে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। কারণ, পাকিস্তানের বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে গেছে! দামটাও অনেক – পাকিস্তানি রুপিতে ১০০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৪২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের খবর, গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্বটা বিক্রি করা হয়েছে পাঞ্জাবভিত্তিক একটা ব্যাংকের কাছে।


পাকিস্তানে স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব বিক্রি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২২ সালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্বও পাঁচ বছরের জন্য বিক্রি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তখন এর বিনিময়ে তারা পেয়েছিল ৪৫ কোটি রূপি! এবার গাদ্দাফি স্টেডিয়ামের স্বত্ত্ব বিক্রি হলো তার আড়াই গুণ বেশি দামে।


মূলত টাকার জন্যই এভাবে গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্ব বিক্রি কেন করছে পাকিস্তান?  পাকিস্তানের এই অর্থের দরকার পড়ছে, কারণ তারা আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের সংস্কারে কোটি কোটি রূপি খরচ করছে। এই খরচের কিছু অংশই মেটানো হচ্ছে নামকরণের স্বত্ত্ব বিক্রি করে।

নামকরণের স্বত্ত্ব বিক্রি করায় এখন গাদ্দাফি স্টেডিয়ামের নামের সঙ্গে পাঞ্জাবভিত্তিক ওই ব্যাংকের নাম জড়িয়ে যাবে বলে ধরে নেওয়া যায়। এর আগে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাকিস্তান বোর্ড বিক্রি করেছিল সে দেশের ন্যাশনাল ব্যাংকের কাছে। এরপর থেকে স্টেডিয়ামটির নাম হয়ে যায় ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়