শিরোনাম
◈ মধ্যরাতে পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা ◈ ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে? ◈ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ (ভিডিও) ◈ ২৪ কোটি ডলার রিজার্ভ বেড়েছে এক মাসে  ◈ সমন্বয়কের ভুয়া পরিচয়ে স্বর্ণালংকার-টাকা লুট, আটক ২ ◈ সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার ◈ এসবি-পিবিআই-শিল্পাঞ্চলে পুলিশে প্রধান হলেন যারা ◈ সরকারি চাকরিতে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যুক্ত হতে পারবে না ◈ তুরস্কের রাজধানী আঙ্কারায় সশস্ত্র হামলায় নিহত ৫ ◈ ঘূর্ণিঝড় "দানা'' বাংলাদেশে আঘাত হানার আশংকা নেই

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন রূপে আসছে চ্যাম্পিয়নস লিগ, কোন দল কার বিরুদ্ধে লড়বে

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার সবচেয়ে মর্যাদা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। এবার নতুন মৌসুমে নতুন রূপে হাজির হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। আগের মতো গ্রুপ পর্ব নেই এবারের চ্যাম্পিয়নস লিগ। বরং দলগুলো একে অন্যের সঙ্গে লিগ পর্ব খেলে নক আউটে জায়গা করে নেবে। সেক্ষেত্রে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি আবার তারা খেলবে নিজেদের মাঠে। অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) মোনাকোতে হওয়া ৩৬ দলের ড্র গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডকে প্রথম পর্বেই মুখোমুখি করছে। এছাড়া রিয়াল খেলবে লিভারপুলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ- বরুশিয়া ডর্টমুন্ড (হোম),লিভারপুল (অ্যাওয়ে), এসি মিলান (হোম), আটালান্টা (অ্যাওয়ে), রেড বুল সালজবুর্গ (হোম), লিল (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রেস (অ্যাওয়ে) ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ - ইন্টার মিলান (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), ফেয়েনুর্দ (হোম) স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে), স্পার্টা প্রাহা (হোম)ও স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে) বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ - পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে) বেনফিকা (হোম), শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে), ডাইনামো জাগ্রেব (হোম), ফেয়েনুর্দ (অ্যাওয়ে), ব্রাতিস্লাভা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে) লিভারপুলের প্রতিপক্ষ - রিয়াল মাদ্রিদ (হোম), আরবি লাইপজিগ (অ্যাওয়ে), বেয়ার লেভারকুসেন (হোম),এসি মিলান (অ্যাওয়ে), লিল (হোম), পিএসভি (অ্যাওয়ে), বোলোনিয়া (হোম) ও জিরোনা (অ্যাওয়ে)।
বার্সেলোনার প্রতিপক্ষ - বায়ার্ন মিউনিখ (হোম), বরুশিয়া ডর্টমুন্ড(অ্যাওয়ে),আটালান্টা (হোম),বেনফিকা(অ্যাওয়ে), ইয়াং বয়েজ (হোম), রেড স্টার বেলগ্রেড (অ্যাওয়ে), ব্রেস (হোম) ও মোনাকো (অ্যাওয়ে) পিএসজির প্রতিপক্ষ - ম্যানচেস্টার সিটি (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), আর্সেনাল(অ্যাওয়ে),পিএসভি (হোম), রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে), জিরোনা (হোম) ও স্টুটগার্ট (অ্যাওয়ে) ইন্টার মিলানের প্রতিপক্ষ- আরবি লাইপজিগ (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে),আর্সেনাল (হোম), বেয়ার লেভারকুসেন(অ্যাওয়ে), রেড স্টার বেলগ্রেড (হোম), ইয়াং বয়েজ (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও স্পার্টা প্রাহা (অ্যাওয়ে) আরবি লাইপজিগের প্রতিপক্ষ- লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস অ্যাটলেটিকো মাদ্রিদ ,স্পোর্টিং লিসবন, সেল্টিক, অ্যাস্টন ভিলা (হোম), স্তুরম গ্রাজ।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬’তে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অব লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়