শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবাল ও সাকিব খেলবেন যুক্তরাষ্ট্রে টি-টেন লিগে 


নিজস্ব প্রতিবেদক: তামিম ইকবাল নেই দীর্ঘ সময় ধরে জাতীয় দলে। তবে তিনি নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেটে। তামিম এবার বিদেশি লিগে খেলার ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিওবার্তায় জানালেন, আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে তাকে। 


জানা গেছে, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬ দল। ১০ ওভারের এই টুর্নামেন্টে খেলতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম।


টুর্নামেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম জানান, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।


শুধু তামিম নন, আমেরিকার এই লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও। তার সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে। যদিও কে কোন দলের হয়ে খেলবেন সেটি এখনো স্পষ্ট নয়।


টুর্নামেন্টে মেন্টর হিসেবে থাকছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস। কোচ হিসেবে দেখা যাবে ভিভিয়ান রিচার্ডস, মিকি আর্থার এবং জয়াসুরিয়াদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়