শিরোনাম
◈ মধ্যরাতে পঞ্চগড় এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা ◈ ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে? ◈ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ (ভিডিও) ◈ ২৪ কোটি ডলার রিজার্ভ বেড়েছে এক মাসে  ◈ সমন্বয়কের ভুয়া পরিচয়ে স্বর্ণালংকার-টাকা লুট, আটক ২ ◈ সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের অপসারণের তালিকা নিয়ে ওয়াশিংটন পোস্টের নামে ভুয়া প্রতিবেদন প্রচার ◈ এসবি-পিবিআই-শিল্পাঞ্চলে পুলিশে প্রধান হলেন যারা ◈ সরকারি চাকরিতে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যুক্ত হতে পারবে না ◈ তুরস্কের রাজধানী আঙ্কারায় সশস্ত্র হামলায় নিহত ৫ ◈ ঘূর্ণিঝড় "দানা'' বাংলাদেশে আঘাত হানার আশংকা নেই

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ো ভায়েকানোনের বিরুদ্ধে কষ্টের জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: সমানতালে লড়েও শেষ রক্ষা হলো না রায়ো ভায়েকানোর। অপরদিকে বার্সেলোনা যার পরনাই লড়ে জয়ের বন্দরে পৌঁছায়। রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোচ হান্সি ফ্লিকের দল। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো।

এই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস। ১৯ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা।

ইনিগো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন ভায়োকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের শটও ঠেকিয়ে দেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ফেরান তোরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণে ধার বাড়ে। ৬০ মিনিটে বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন পেদ্রি।

এরপর ম্যাচের ৭১ মিনিটে, ভায়োকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু ফাউল হলে ভিএআরে গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে ইয়ামালের পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে জয় সূচক গোল করেন দানি অলমো। ২০১৮ সালের পর এই প্রথম ভায়োকানোর মাঠে লা লিগার ম্যাচ জিতলো বার্সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়