শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান এ’ বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এ’ দলের পাকিস্তান সফরে ব্যাটারদের ব্যর্থতা যেন চলছেই। ব্যাটিং ব্যর্থতায় দেশটির এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। দল বদলালেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সৌম্য সরকার।

সোমবার ইসলামাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২৭ ওভার ৫ বলে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

৯ রান করা সৌম্যর বিদায়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। দ্রুতই ফেরেন আরেক ওপেনার নাঈম শেখও (৬)। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন সাইফ হাসান। - অলআউট স্পোর্টস

তবে দলীয় ৮৪ রানে হৃদয় (১৩) ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। পরের ৩২ রান যোগ করতে হারায় আরও ৪ উইকেট। শেষ দিকে টেইলএন্ডারদের নিয়ে রিশাদ হোসেনের প্রতিরোধে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা। ৪৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফ। রিশাদ করেন ৩৭ বলে ৪০ রান। ৫ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

জবাবে ১৩ রানে শেখ মাহেদি পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেও আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি বাকি বোলাররা। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৬০ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উসমান খান।

এর আগে চারদিনের সিরিজেও হতাশাজনক পারফর্ম করেছিল বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় চারদিনের ম্যাচে কেবল আলো ছড়িয়েছিলেন সাইফ ও জাকের আলী। এবার একদিনের ম্যাচেও হতাশ করলেন ব্যাটাররা। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়