শিরোনাম
◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় পেলো রিয়াল মাদ্রিদ, অভিষেক রাঙালেন ব্রাজিলিয়ান এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লিগ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তারা মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিলো। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়েছেন ব্রাজিলিয়ান ‘বিস্ময় বালক’ ফিলিপ এন্দ্রিক।

রোববার (২৫ আগস্ট) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভ্যালাদোলিদকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। ভ্যালাদোলিদের বিপক্ষে শুরু থেকে বল পজিশন ধরে রেখে খেলা রিয়াল প্রথম সুযোগ পায় নবম মিনিটে। মাঝমাঠ থেকে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে এমবাপ্পের বাঁ পায়ের হাফ ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
ম্যাচের ১৬তম মিনিটে একটি সুযোগ তৈরি করে ভ্যালাদোলিদ। বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো আর কিছু করতে পারেনি রিয়াল। শুয়ামেনি ও ভালভার্দের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ভ্যালাদোলিদ এই সময়ে গোলের জন্য আর শটই নিতে পারেনি। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুদল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চেহারা। মুহুর্মুহু আক্রমণ করে স্বাগতিকরা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভ্যালাদোলিদ গোলরক্ষক। ৫০ মিনিটে সেই বাধার প্রাচীরও ভেঙে ফেলে রিয়াল। ডেডলক ভাঙেন ফেডেরিকো ভালভার্দে। ফ্রি কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গিলেরের বদলি নামা ব্রাহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়