শিরোনাম
◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ ব্যাংকের সুদহার নিয়ে গভর্নরের কড়া বার্তা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হলেন শাহিন আফ্রিদি, সন্তানের নাম আলি ইয়ার

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপি-িতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান। শনিবার টেস্টে চতুর্থ দিনে ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ চলাকালেই সুসংবাদ পেয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার।

শনিবার (২৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেন তাদের পরিবার। আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা ছিল। তারা নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলি ইয়ার শাহিন আফ্রিদি। 

সদ্য বাবা হওয়া আফ্রিদি উইকেট নিয়েই ছেলেকে উৎসর্গ করেছেন। যেন কোলে বাচ্চা আছে, এমন ভঙ্গি করে উদযাপন করেছেন তিনি। এ ইনিংসে হাসান মাহমুদের পাশাপাশি আফ্রিদি নিয়েছেন মেহেদী হাসান মিরাজের উইকেট।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। শনিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।

৩০ আগস্ট এই রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। আফ্রিদির ঘনিষ্ঠ সূত্র বলছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার।

প্রসঙ্গত, আলি ইয়ারের আগমনে প্রথম বারের মতো নানা হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাঁচ সন্তানের মধ্যে আনশা আফ্রিদি তার বড় সন্তান। ২০২৩ সালের জানুয়ারিতে আকদ সম্পন্ন করার পর সেপ্টেম্বরে শাহিনের সঙ্গে আনশা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া আফ্রিদি দেশের হয়ে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১১৫টি উইকেট নিয়েছেন। ৫৩ ওয়ানডেতে তার শিকার ১০৪ উইকেট, ৭০ টি-টোয়েন্টিতে ৯৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়