শিরোনাম
◈ ফুটবল ফেডারেশনের লোগো নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না ◈ বাংলাদেশকে হারিয়ে ১০ বছর পর উপমহাদেশে দক্ষিণ আফ্রিকার জয়ের খরা কাটলো: মার্করাম ◈ লড়াই করতে পারলো না, দক্ষিণ আফ্রিকার কাছে সহজেই মিরপুর টেস্ট হেরে গেলো বাংলাদেশ ◈ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার  ◈ ডলারের মূল্যবৃদ্ধি, গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ ◈ ঘূর্ণিঝড় দানার প্রভাব: কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা, ২০০ ট্রেনের যাত্রা বাতিল ◈ ৩ বারের বেশি বিসিএসে অংশ নেয়া যাবে না ◈ শেখ হাসিনার ‘স্পষ্ট অবস্থান’ জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত ◈ ভারত এখন গুপ্তঘাতক ক্লাবের অংশ: গার্ডিয়ান বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় ২৯ সাল পর্যন্ত খেলবেন এমিলিয়ানো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাতে নিজের চুক্তির মেয়াদ বাড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। নবায়ন করা চুক্তি অনুযায়ী চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলকিপার। 

৩১ বছর বয়সী মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন ২০২০ সালে। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন তিনি।

সবশেষ মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে তার ক্লিন শিট ছিল ৯ ম্যাচে। উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে। এই গ্রীষ্মেও আলবিসেলেস্তেদের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে অন্যতম ভূমিকা ছিল তার।

প্রসঙ্গত, সবশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ভেঙে দেয় উরুগুয়ের সর্বোচ্চবার শিরোপাজয়ের রেকর্ডও। ফিফা বিশ্বকাপসহ কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস জেতেন এমিলিয়ানো মার্টিনেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়