শিরোনাম
◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ ৫-১০ বছর সময় লাগবে দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে: গভর্নর ◈ নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক ◈ স.মকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা ◈ বাংলা একাডেমি অবশেষে মেলায় বই বিক্রির হিসাব জানালো ◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ০১:২৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড, এক ওভারে ৩৯ রান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬। ভারতের যুবরাজ সিংয়ের এক ওভারে ৬টি ছক্কা হাকানোর সেই রেকর্ড এবার ভেঙে ডারিয়াস ভিসের নামে এক ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কাসহ ৩৯ রান নতুন রেকর্ড গড়লেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে ঘটেছে এমন ঘটনা। মঙ্গলবার (২০ আগস্ট) এ’ গ্রুপের ম্যাচে ভানাউতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান তুলেছে সামোয়া। সব সংস্করণ মিলিয়ে যা আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড।

ভানাউতুর বোলার আপিয়ার ফালিয়ার প্রথম তিন বলে ছক্কা মারেন ভিসের। পরের বল 'নো' করেন আপিয়ার। ফ্রি হিটেও ছক্কা উড়ান ভিসের। এরপর দুই বল ছক্কা না এলেও আরেকটি 'নো' করে বসেন ওই বোলার। ফ্রি-হিটে ফের ছক্কা মারেন ভিসের। শেষ বল থেকে আরেকটি ছক্কা মেরে ৩৯ তুলে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নেওয়ার ঘটনা ছিলো তিনটি। বৈধ ৬ বল হলে সর্বোচ্চ ৩৬ রানই নেওয়ার সুযোগ থাকে। 'নো' বা 'ওয়াইড' হলে এর বেশি হতে পারে। সেটিই হলো। এর আগে ৩৬ রান করে নেওয়ার নজির ছিল ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দীপেন্দ্র আইরির।

ইতিহাস গড়া ইনিংসে ৬২ বলে ৫ চার, ১৪ ছক্কায় ১৩২ রানের দানবীয় ইনিংস খেলেন সামোয়ার ব্যাটার ভিসের। তিনি একা এত রান করলেও সামোয়ার দলীয় সংগ্রহ ছিলো ১৭৪। ভানাউতুকে ১৬৪ রানে থামিয়ে পরে ১০ রানে জিতে সামোয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়