শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ০৩:১৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধ ও সাঈদকে গোল উৎসর্গ করলেন বাংলাদেশি ফরোয়ার্ড

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে কোনো খেলোয়াড় গোল করার পর দল জিতলে খেলোয়াড়টি গোল সাধারণত মা-বাবা কিংবা সন্তানের নামে উৎসর্গ করে থাকেন। এবার হলো এর ভিন্নতা। মঙ্গলবার নেপালের আনফা কমপ্লেক্সে মিরাজুল ইসলামও তেমনি এক গোল উৎসর্গ করেছেন। তবে নিজের পরিবারের কোনো সদস্যকে নয়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীকে উৎসর্গ করেছেন। সেই দুই শিক্ষার্থী হচ্ছেন আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ।

দুই শিক্ষার্থীর রক্তের বিনিময়ে স্বৈরাচারী আওয়ামী লিগ সরকারের হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ।
বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদ। দুই হাত দুই দিকে প্রসারিত করে শিনা টান করে সামনে দাঁড়ালে তাকে গুলি করে এক পুলিশ। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মুগ্ধ গত ১৮ জুলাই উত্তরায় গুলিতে নিহত হন। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে মুগ্ধ বলতে থাকেন, ‘পানি লাগবে কারো, পানি।

সাঈদ-মুগ্ধর রক্তের ঋণ কিছুটা ফিরিয়ে দিতেই গোল করে তাদের স্মরণ করেছেন মিরাজুল। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের ১৭ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করার পরে দুই শিক্ষার্থীকে স্মরণ করেন বাংলাদেশি স্ট্রাইকার। উদীয়মান খেলোয়াড়ের জার্সিতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি?’ প্রতিপক্ষের বিপক্ষে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ২০২০ সালের সাফ চ্যাম্পিয়নশিপের রানার্সআপদের। প্রথমার্ধ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়