শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে একাদশ ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার (২১ আগস্ট)। এরই মধ্যে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। চার পেসার নিয়ে সাজানো দলে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার। সোমবার সন্ধ্যায় এই একাদশ ঘোষণা করে পিসিবি। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে জেসন গিলস্পির প্রথম ম্যাচে চার পেসার ছাড়াও দলে আছে ছয় ব্যাটার ও এক ব্যাটিং অলরাউন্ডার।

বুধবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দলের চার পেসার হলেন – শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। স্পিনারের দায়িত্ব পালন করতে পারেন আগা সালমান।

চার পেসারের মধ্যে অভিজ্ঞতা কম মোহাম্মদ আলী ও শাহজাদের। মোহাম্মদ আলীর ক্যারিয়ার দুই টেস্টের। দুটি ম্যাচই খেলেছিলেন ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে শাহজাদ খেলেছেন কেবল একটি টেস্ট। সেটি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে গত জানুয়ারিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে খেলা সেই ম্যাচের দলের প্রথম সাতজনই আছেন বাংলাদেশের বিপক্ষে। পরিবর্তন এসেছে কেবল বোলিং আক্রমণে। রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়