শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে একাদশ ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার (২১ আগস্ট)। এরই মধ্যে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। চার পেসার নিয়ে সাজানো দলে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার। সোমবার সন্ধ্যায় এই একাদশ ঘোষণা করে পিসিবি। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে জেসন গিলস্পির প্রথম ম্যাচে চার পেসার ছাড়াও দলে আছে ছয় ব্যাটার ও এক ব্যাটিং অলরাউন্ডার।

বুধবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দলের চার পেসার হলেন – শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। স্পিনারের দায়িত্ব পালন করতে পারেন আগা সালমান।

চার পেসারের মধ্যে অভিজ্ঞতা কম মোহাম্মদ আলী ও শাহজাদের। মোহাম্মদ আলীর ক্যারিয়ার দুই টেস্টের। দুটি ম্যাচই খেলেছিলেন ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে শাহজাদ খেলেছেন কেবল একটি টেস্ট। সেটি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে গত জানুয়ারিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে খেলা সেই ম্যাচের দলের প্রথম সাতজনই আছেন বাংলাদেশের বিপক্ষে। পরিবর্তন এসেছে কেবল বোলিং আক্রমণে। রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়