শিরোনাম
◈ যে কারণে সাকিবের সঙ্গে তুলনা চান না মিরাজ ◈ ঘূর্ণিঝড় ‘দানা’ কতটুকু তাণ্ডব চালাতে পারে বাংলাদেশে  ◈ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি : তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মহাখালীতে তীব্র যানজট ◈ সচিবালয়ে ঢুকে পড়া ২৮ জনকে মুচলেকায় মুক্তি, ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা (ভিডিও) ◈ সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক ◈ চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ কানাডা সফরে ভিসা সহজীকরণ-প্রতিরক্ষা সহযোগিতায় ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের ◈ তোপের মুখে জাস্টিন ট্রুডো ◈ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ সুজন ◈ রাষ্ট্রপতির অপসারণ নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৪, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইব্রেকারে স্টুটগার্টকে হারিয়ে ‘জার্মান কাপ’ জিতলো লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক: জার্মান সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে স্টুটগার্টকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেই ‘২০২৪-২৫’ মিশন শুরু করলো লেভারকুসেন। রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাবি আলোনসো’র দল গত মৌসুমের শুরুতে ৫১ ম্যাচে অপরাজিত ছিলো। একমাত্র হার শুধুমাত্র ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার কাছে। ফলে জার্মান ক্লাব হয়ে ডাবল গত মৌসুমে ডাবল ট্রফি জিতেছে আলোনসো’র দল।

‘জার্মান কাপ’ জিতে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে লেভারকুসেন। বে অ্যারেনাতে ১১ মিনিটের মাথায় লেভারকুসেনকে এগিয়ে দেন ভিক্টর বনিফেস। তাপসোবার বাড়ানো বলে দলকে লিড এনে দেন গত মৌসুমে দারুণ পারফর্ম করা বনিফেস। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ১৫ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনে স্টুটগার্ট। এঞ্জো মিলোটের দারুণ এক গোলে ম্যাচে ১-১ গোলে সমতা আসে। প্রথমার্ধে আর গোল না হওয়ায় সমতায় শেষ হয় হাফ টাইম। তবে, হাফ টাইমের আগে, ম্যাচের ৩৭ মিনিটে লেভারকুসেনের উইঙ্গার মার্টিন টেরিয়ের লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করলে ১০ জনের টিমে পরিণত নয় আলোনসো’র দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধ অনেকটা চাপ নিয়ে শুরু করে লেভারকুসেন। বিরতির পর স্টুটগার্টকে এগিয়ে দেন ডেনিজ উনদাভ। গত মৌসুমের মতো এবার ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরায় লেভারকুসেন। ৮৮ মিনিটে গোল করেন প্যাট্রিক শিক। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত সময়।

পেনাল্টি শুটআউটে নিজেদের ৪ শটের সবকয়টিই জালে জড়িয়েছে লেভারকুসেন। নিজেদের ৫ শটের দুটি মিস করেছে স্টুটগার্ট। আর এতেই শিরোপা জয়ের আনন্দে ভাসে জাভি আলোনসোর দল। নিজেদের ইতিহাসের পঞ্চম শিরোপা জিতল লেভারকুসেন, এর তিনটিই এলো জাভির অধীনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়