রাশিদ রিয়াজঃ ইরানের তায়কোয়ান্দো অ্যাথলেট আরিয়ান সালিমি শনিবার রাতে ২০২৪ অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছেন।
পুরুষদের +৮০ কেজির ফাইনাল ম্যাচে সালিমি ব্রিটেনের ক্যাডেন কানিংহামকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন।
২১ বছর বয়সী সালিমি ফাইনালে যাওয়ার পথে উজবেকিস্তানের নিকিতা রাফালোভিচ, মেক্সিকান কার্লোস সানসোরেস এবং ক্রোয়েশিয়ার ইভান সাপিনাকে পরাজিত করেন।
এই বিভাগে আগের দিন ব্রোঞ্জ পদক জিতেন, কিউবার রাফায়েল আলবা এবং আইভরি কোস্টের চেক সালাহ সিসে।
ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদ নাহিদ কিয়ানি -৫৭ কেজি এবং মোবিনা নেমাতজাদে -৪৯ কেজিতে যথাক্রমে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
অন্যদিকে, মেহরান বারখোরদারি পুরুষদের -৮০ কেজিতে রৌপ্য পদক জিতেছেন। সূত্র: তেহরান টাইমস