শিরোনাম

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’

বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এবার তার পদত্যাগের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির ডাক দিয়েছে ‘আলট্রাস’ নামের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী। সূত্র : আরটিভি

রোববার (১১ আগস্ট) কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। লং মার্চ সফল করতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে ‘আলট্রাস’ সংগঠনের পক্ষ জানানো হয়, আমরা কাজী সালাহউদ্দিনসহ আরও দুইজনের পদত্যাগ চেয়ে শনিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এখন পর্যন্ত একজন পদত্যাগ করলেও কাজী সালাহউদ্দিন এবং মাহফুজা আক্তার কিরণ পদত্যাগ করেননি। আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা যদি পদত্যাগ না করে আগামীকাল অর্থাৎ রোববার আমরা লং মার্চ টু বাফুফের ডাক দিচ্ছি। দেশের ফুটবলকে শোষকদের হাত থেকে মুক্ত করতে দেশের ফুটবলের সঙ্গে জড়িত প্রতিটি সংগঠন এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, জেলা ও বিভাগীয় শহরে ছড়িয়েছিটিয়ে থাকা সর্বস্তরের ব্যক্তিবর্গকে উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ফুটবলকে মুক্ত করার এই লড়াইয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

সংগঠনটি জানায়, আসুন, আমরা সব পরিচয়কে এক পাশে রেখে দেশের ফুটবলকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হই। আমাদের এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি সংগঠন থেকে একজন করে সমন্বয়ক চাচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগীয় শহর থেকে একজন করে সহ-সমন্বয়ক চাচ্ছি। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে একজন করে সহ-সমন্বয়ক চাচ্ছি। আমাদের আন্দোলনের সাথে যারা একাত্মতা পোষণ করবে, সেসকল সংগঠন থেকে একজন সমন্বয়কের নাম জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি শহীদ আবু সাইদের স্মরণে এবং সকল শহীদদের স্মৃতিতে আবু সাঈদ ভাইয়ের মৃত্যুর সময় পরিহিত কালো রঙকে গায়ে জড়িয়ে আসার অনুরোধ রইল।’

এর আগে গত সোমবার আলট্রাসের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তবে মঙ্গলবার সংগঠনের সদস্যরা বাফুফে ভবনে গেলেও এক কর্মকর্তার অনুরোধে কার্যক্রম বন্ধ করে ফিরে যায়। তবে এদিন একটি গণমাধ্যমে কাজী সালাউদ্দিন বলেন, ‘আল্ট্রাস কে? আমি তো ওদের চিনি না। ফুটবলে ওদের কি অবদান আছে?’

প্রতিবেদনটি প্রকাশের পরই গণমাধ্যমে কাজী সালাউদ্দিনের করা মন্তব্যে আলট্রাসের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া ও আল্টিমেটাম। এরই প্রেক্ষিতে এই ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়