শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানকে হটিয়ে পদক তালিকায় চীন শীর্ষে

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষ স্থান হারিয়েছেছ জাপান। তাদেরকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে চীন। 

আগের দুইদিন পদকতালিকায় ওপরে ছিল জাপানের নাম। ৫ম দিনে এসে তারা জিতেছে ২ সোনা। কিন্তু চীন এদিন আরও বেশি দুর্দান্ত। তিন সোনা জিতে উঠে এসেছে। এদিন ফ্রান্সও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। লিওঁ মারশাঁর রেকর্ড গড়া রাতে তারা জিতেছে দুই স্বর্ণ। জাপান নেমেছে তিনে। 

আগের দিন যুক্তরাষ্ট্র জয় করেছে এবারের আসরে নিজেদের ৫ম সোনা। মার্কিন কিংবদন্তি সাঁতারু কেটি লেডিকির কল্যাণে নিজেদের ঝুলিতে আরেকটি পদক যুক্ত করেছে তারা। নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে নিজের ১২তম সোনা নিশ্চিত করেন লেডিকি। 

এদিন প্যারিসে নিজেদের প্রথম সোনা জিতেছে আর্জেন্টিনা। দেশটিকে প্যারিসে প্রথম সোনা এনে দিয়েছেন সাইক্লিস্ট হোসে টরেস গিল। সাইক্লিকংয়ে আর্জেন্টিনার এটি প্রথম ব্যক্তিগত সোনা, এবারের অলিম্পিকে প্রথম সোনা, রিও ২০১৬-এর পর যে কোনো খেলায় প্রথম সোনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা!

একইদিনে নিজেদের দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পেয়েছে গুয়াতেমালা। প্যারিসে ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক রেকর্ড ৫০ এর মধ্যে ৪৫ স্কোর গড়ে সোনা জিতেছেন দেশটির শুটার রুয়ানো। এর আগে অলিম্পিকে গুয়াতেমালার পদক ছিল একটিই—পুরুষদের ট্র্যাপ শুটিংয়ে এবার ব্রোঞ্জ জিতেছিলেন জিন পিয়েরে ব্রল।

এদিন পদক তালিকায় সবার ওপরে উঠেছে চীন। ৯টি সোনা, ৭টি রুপ ও ৩টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৮ সোনা, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স।  ৮টি সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে জাপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়