শিরোনাম

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:০৫ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাসিত আলীর হুমকি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব চরমে। রাজনীতির দোহাই ভারত ক্রিকেটকে জটিল রূপ দিচ্ছে। অন্য দলগুলোর পাকিস্তান সফরে যেতে কোনো সমস্যা না থাকলেও ভারত নিরাপত্তাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারতের ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তান দলও এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাসিত মনে করেন সামনের তিনটি বড় টুর্নামেন্ট ঘিরে চাপে পড়তে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সমাধান হিসেবে ভারতকে এশিয়া কাপ অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরপর ভারতে আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এশিয়া কাপ। পরের বছর ২০২৬ সালে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে ভারত।

মঙ্গলবার এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালে ভারত এবং ২০২৭ সালে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এখন এসিসির সভাপতির দায়িত্বে আছেন। বাসিত আলী মনে করেন জয় শাহ ভারতকে ২০২৫ এশিয়া কাপের আয়োজক বানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘জয় শাহ, আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন। আমি এক ঢিলে তিন পাখি মারছি। শোনেন, আপনাকে একটা পরামর্শ দিই। এশিয়া কাপ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমার এই অনুষ্ঠানের পর জয় শাহ মত বদলাতেও পারেন।’

২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ভারতের ম্যাচ আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। আরও একটি হাইব্রিড মডেলের ভাবনা জয় শাহর মাথায় কাজ করেছে বলে মনে করেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিতের, ‘জয় শাহ জানেন, ভারত সরকার চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না। অন্যদিকে পাকিস্তানও এশিয়া খেলতে আসবে না। বিশ্বকাপেও যাবে না। তখন আলোচনায় তোলা হবে আমরা এশিয়া কাপ হাইব্রিড মডেলে করছি। তোমরাও চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করো। আর এটাই হচ্ছে এক ঢিলে দুই পাখি শিকার। জয় সাহেব, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনার জন্য তালি দিচ্ছি।’

তবে ভারতের এমন অবস্থান পাকিস্তান ভালোভাবেই সামলাবে বলে মনে করেন বাসিত। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দৃঢ়তা এবং এশিয়া কাপের আয়ের ক্ষেত্রে পাকিস্তানের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘এখন যিনি পিসিবি চেয়ারম্যান, তিনিও যেনতেন মাথার মানুষ নন। মাথায় রাখবেন। এবার তালিও সমান তালেই বাজবে। এশিয়া কাপ ভারতে হলে চ্যাম্পিয়নস ট্রফিও পাকিস্তানেই হবে। আর চ্যাম্পিয়নস ট্রফি ঠিকঠাক না হলে পাকিস্তানও ভারতে যাবে না। (জয় শাহ) আপনি যদি পারেন, পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করেন। দেখা যাক। (পাকিস্তান না গেলে) আপনাদের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো যদি কিছু না করে, তাহলে আমার নাম বাসিত আলী নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়