স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে এশিয়ান দেশ জাপান। ৭ সোনা, ২ রুপা, ৪ ব্রোঞ্জসহ মোট ১৩ পদক নিয়ে সবার ওপরে রয়েছে দেশটি। গতকালও নিজেদের ভান্ডারে আরো একটি টি সোনা যোগ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে এশিয়ান দেশটি। খুব একটা পিছিয়ে নেই চীন এবং অস্ট্রেলিয়া।
দুই এবং তিনে থাকা চীন ও অস্ট্রেলিয়া পেয়েছে ৬টি করে সোনা। চীনের ঝুলিতে অবশ্য আছে ৬ রৌপ্য। অস্ট্রেলিয়ার ৪টি। যুক্তরাষ্ট্র অবশ্য মোট পদকের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে। ৪ সোনার সঙ্গে আছে ১১ রুপা এবং ১১ ব্রোঞ্জ। সবচেয়ে বেশি ২৬ পদক তাদের।
এবারের অলিম্পিকে এখন পর্যন্ত ২১ দেশ পেয়েছে অন্তত একটি সোনা। সবমিলিয়ে ৪৩টি দেশ অন্তত একটি পদক নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :