শিরোনাম
◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি ◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস ◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের অল রাউন্ডিং পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন সাকিব আল হাসান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বাংলা টাইগার্স মিসিসাগারের অধিনায়ক।

ব্রাম্পটনে মঙ্গলবার টরন্টো ন্যাশনালসের বিপক্ষে বোলিং করলেন ডেথ ওভারেও। ৪ ওভারে দিয়েছেন ৩০ রান, উইকেট পেয়েছেন ১টি। বোলিং বিশ্লেষণটি সন্তোষজনক, কারণ টরন্টো ব্যাটিং করেছে ১৬৯ রানের লক্ষ্যে। এর পাশাপাশি ডেথ ওভারে সাকিব বোলিং করেছেন রোমারিও শেফার্ড ও নিকোলাস কির্টোনের সামনে। শেষ পর্যন্ত সাকিবের দলও জিতেছে ২ রানে। ১৬৯ রানের লক্ষ্যে ১৬৬ রানেই থেমেছে টরন্টো ন্যাশনালস।

৪ ওভারে ৪৮ রান প্রয়োজন—এমন সমীকরণে বোলিংয়ে আসেন প্রথম দুই ওভারে ১৩ রান দেওয়া সাকিব। সে ওভারে সাকিব রান দেন মাত্র ৮। পরের ওভার করেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসার খরচ করেন ১৩ রান। তখন উইকেটে ছিলেন কির্টোন।

সাকিবের বলে ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি করেছিলেন ৭৪ রান। শরীফুল ১৩ রান খরচ করার পরও ১৯তম ওভারে সাকিব দেন মাত্র ৭ রান, সঙ্গে কির্টোনের উইকেটও। তাতে শেষ ওভারে টরন্টোর সামনে সমীকরণ দাঁড়ায় ১৮ রানের। শেফার্ডের সামনে আলী খরচ করেন ১৫ রান।

শরীফুল এ ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৩১ রান, নিয়েছেন ১ উইকেট। প্রথম দুই ম্যাচে আরও ভালো বোলিং করেছিলেন শরীফুল। দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ২৮। উইকেট নেন দুটি।

ব্যাট হাতে কাল সাকিব কিছুটা হলেও অবদান রাখতে পেরেছেন। প্রথম দুই ম্যাচ মিলিয়ে রান করেছিলেন ৫। টরন্টোর বিপক্ষে করেছেন ১৫ বলে ২৪ রান। সাকিবের বাংলা টাইগার্স ১৬৮ রানের সংগ্রহ মূলত গড়েছে নামিবিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসার ১৭ বলে ৩৮ রানের ইনিংসে। এরপর বল হাতে ১ উইকেট নিয়ে ভিসাই ম্যাচসেরা হয়েছেন।

৩ ম্যাচে এটি সাকিবের দলের দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে বাংলা টাইগার্স আছে পয়েন্ট তালিকার তিনে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে টরন্টো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়