শিরোনাম
◈ ড. ইউনূসের মেডিকেল টিম নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ ◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:১৭ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডে ওয়াকার

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান ক্রিকেট বলে কথা। কখন কে বোর্ডে থাকছেন তে যেমন কেউ জানে কখন কে বাদ পড়ছেন সে ব্যাপাররটাও অনিশ্চয়তায় ভরপুর। তারই ধারাবাহিকত আবার পাকিস্তানের ক্রিকেটে ফিরলেন ওয়াকার ইউনিস। সাবেক এই কিংবদন্তি বোলারকে নিজেদের ক্রিকেট বোর্ডে আরও একবার যুক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এর আগে দুই দফায় জাতীয় দলের কোচ হয়ে থাকা ইউনিস এবার কোচ না হলেও, আছেন অন্য বড় পদে। কাজ করবেন সরাসরি পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে।  

ওয়াকার ইউনিসের সেই পদ ঠিক কী তা নিয়ে আছে নানা ব্যাখ্যা। ক্রিকবাজের ভাষ্য, পাকিস্তান ক্রিকেটের অ্যাডভাইজার বা পরামর্শকের দায়িত্বে আসছেন তিনি। আবার ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট পদে দেখা যাবে কিংবদন্তি এই ফাস্ট বোলারকে। তবে পদের নাম যাইই হোক, বাবর আজমদের নিয়ে বেশ বড় ভূমিকা রাখতে চলেছেন ওয়াকার ইউনিস, সেটা স্পষ্ট। 

নতুন ভূমিকায় লাল বল এবং সাদা বল– সব ক্ষেত্রেই ওয়াকার যুক্ত থাকবেন দলে। কাজ করবেন দুই কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির সঙ্গে। খেলোয়াড় সিলেকশন, একাদশ গঠনে তারও মতামত আমলে নেয়া হবে।  আর দল সম্পর্কে মহসিন নাকভিকে সরাসরি রিপোর্ট পেশ করবেন তিনি। অনেকটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এর ভূমিকাতে দেখা যাবে তাকে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এককভাবে দলের সর্বময় কর্তা হতে নারাজ। পিসিবিতে কিছু কাজ বন্টন করে দিতে আগ্রহী তিনি। সেই বিবেচনাতেই সাম্প্রতিক সময়ে একাধিক নিয়োগ দেখা গিয়েছে ক্রিকেট বোর্ডে। যার সবশেষ সংযোজন ওয়াকার ইউনিস। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়