শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ইতালির মাউরোর বিপক্ষে লড়বেন আর্চার সাগর

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। ইতোমধ্যে শ্যুটার রবিউল ও সাঁতারু সামিউল ইসলাম রাফির অলিম্পিক মিশন শেষ। আজ (বুধবার) দ্বিতীয় দফায় মাঠে নামবেন আরচ্যার সাগর ইসলাম।

প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের আরচ্যার সাগর ইসলাম ১/৩২ স্টেজে খেলবেন। এই স্টেজে তিনি খেলবেন ইতালির আরচ্যার মাউরো ন্যাসপেলোর সঙ্গে। ইতালিয়ান এই আরচ্যার ২০২০ টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছেন। অর্থাৎ, বাংলাদেশের আরচ্যার সাগর বড় চ্যালেঞ্জের মুখোমুখি।

এর আগে ২৫ জুলাই র‌্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের আরচ্যার সাগর ইসলাম ৪৫তম হয়েছিলেন। ৪৫তম হওয়ায় প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ২০তম আরচ্যারকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে সাগর ১/৩২ পর্যায়ে অনুশীলনে রয়েছেন।

সাগরের কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘সাগর তিনদিন বিশেষভাবে প্রস্তুতি নিয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্য সে মানসিকভাবে প্রস্তুত। ভালো কিছুরই আশা করছি।’

প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এজন্য তার ওপর বাংলাদেশের প্রত্যাশা বেশি। তার নিজেরও স্বপ্ন কোয়ার্টারে খেলা। তবে ১/৩২ স্টেজে বিশ্বমানের আরচ্যার প্রতিপক্ষ হওয়ায় তার জন্য এখন বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়