শিরোনাম
◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি  ◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক

উদ্বোধনী অনুষ্ঠানকে লজ্জার বললেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর চোখে এবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ‘লজ্জা’র। ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জার।’

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনা করার পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এ অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও ডিজে এবং নাচের দল নিয়ে অমর শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’–এর চিত্রণ করা হয়।

এর পর থেকেই এ নিয়ে সমালোচনা শুরু হয়। আয়োজক কমিটি ক্ষমাও চেয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’

পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’

অলিম্পিক ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদীতে হওয়া এই মহাযজ্ঞে পারফর্ম করেছেন মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী। প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলির নির্দেশনায় এই আয়োজনে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্য তুলে ধরতে চেয়েছেন আয়োজকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়