শিরোনাম
◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি  ◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক

আজ এক ডজন সোনার নিষ্পত্তি হবে

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিক গেমসে আজ এক ডজন সোনার লড়াইয়ের নিষ্পত্তি হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে এসব লড়াই। চলবে রাত ২টা পর্যন্ত। সবার আগে হবে ট্রায়াথলন পুরুষ ব্যক্তিগত লড়াই। এরপর শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় লড়াই শুরু হবে দুপুর দেড়টায়।

শুটিংয়ে আজ দুটি সোনার লড়াই হবে। কয়েক ঘণ্টা পর ট্র্যাপ পুরুষ দলীয় খেলা হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, ফেন্সিং ও রাগবি সেভেনসে হবে ১টি করে সোনা জয়ের লড়াই। টেবিল টেনিসে মিশ্র দৈত ফাইনাল হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। জিমন্যাস্টিকসে মেয়েদের দলীয় ফাইনাল হবে ১০টা ১৫ মিনিটে।

ফেন্সিংয়ে মেয়েদের ইপেই দলীয় ফাইনাল হবে রাত সাড়ে ১১টায়। রাগবি সেভেনসে মেয়েদের ফাইনাল হবে রাত ১১টা ৪৫ মিনিটে। জুডোতে পুরুষ ও নারী ক্যাটাগরিতে দুটি সোনার লড়াই হবে। এর মধ্যে পুরুষ ৮১ কেজি ফাইনাল হবে রাত ৯টা। আর মেয়েদের ৬৩ কেজি ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।

সাঁতারে দুটি মেয়েদের ফাইনালের সঙ্গে একটি পুরুষদের ফাইনাল অনুষ্ঠিত হবে। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হবে রাত ১২টা ৫৬ মিনিটে। এরপর পুরুষ ৮০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল হবে রাত ১টা ২ মিনিটে। এই সোনা নিষ্পত্তির পর পুরুষ ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলের লড়াই শুরু হবে রাত ২টা ১ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়