শিরোনাম
◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স ◈ তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন : বুলু (ভিডিও) ◈ অনলাইনে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বিসিবি এইচপি'র ৫ রানে জয়

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপি দল নাটকীয় জয় পেয়েছে। গতকালই বিসিবি এইচপি ছিল সুবিধাজনক অবস্থানে। রোববার শেষ দিনে দরকার ছিল ৬ উইকেটের। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৬০ রান। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে ভর করে এইচপি দল ৫ রানের জয় তুলে নিয়েছে। 

বাংলাদেশের জয়ের ভিত পাওয়া গিয়েছিল শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।  ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।

বাংলাদেশ ‘এ’ দলটি, মূলত বাংলাদেশের হাই পারফরমেন্স (এইচপি) দল। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো করতে পারেনি তারা। তবে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। বাংলাদেশ এইচপি দলকে লিড এনে দিতে ৪ উইকেট নেন রিপন মন্ডল, ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা। হাসান মুরাদ ২ ও মারুফ মৃধা ১ উইকেট নেন। 

বাংলাদেশ এইচপির ২য় ইনিংসেও মাহমুদুল হাসান জয় (৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন। এই দুজনের ফিফটির পর ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি। পাকিস্তান শাহীনসের জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৬। দুই ওপেনার হাসিবউল্লাহ, শাহিবজাদা ফারহান ৯৬ রানের জুটি গড়েন। দুজনই করেন ফিফটি। এরপরই পথ হারায় পাকিস্তান। বিনা উইকেটে ৯৬ থেকে ৭ উইকেটে ২৩০ রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহীনস। 

শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ ফয়সাল শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে ৫ রানের জয় পায় বাংলাদেশ এইচপি। 

দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়। ৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়