শিরোনাম
◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রপতিকে সময় দিয়েছি : সারজিস-হাসনাত (ভিডিও) ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিক্ষোভের সময় সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ আহত ৩ (ভিডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সকে হারানোর পর কানাডা

'পুরো পৃথিবী আমাদের বিপক্ষে'

স্পোর্টস ডেস্ক: ড্রোন উড়িয়ে প্রতিপক্ষ দলের অনুশীলনের ভিডিওচিত্র ধারণের অভিযোগে কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। টানা দুই ম্যাচ জয়ে সেই জরিমানা পরিশোধ করেছে। ফলে কানাডার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে পড়েছে। শেষ আটে খেলতে তাদেরকে এখন শেষ ম্যাচে জয় পেতে হবে। শুধু তাই নয়, অন্য দলগুলোর পারফরম্যাান্সে ওপরও নির্ভর করতে হবে। 

ড্রোন কেলেঙ্কারিতে মূলত অভিযোগ উঠেছিল কোচিং স্টাফদের বিরুদ্ধে। এখানে খেলোয়াড়দের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে কানাডার অলিম্পিক কমিটি (সিওসি)। কিন্তু ঠিকই শাস্তি পেল ফুটবলাররা। পয়েন্ট কেটে নেওয়ার কারণে টুর্নামেন্টে টিকে থাকতে তাদের নাভিশ্বাস উঠে গেছে।

ফ্রান্সকে হারিয়ে ফিফার সেই শাস্তির প্রতিবাদ করেছেন কানাডার ফুটবলাররা। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানো জেসি ফ্লেমিং বলেছেন, ‘এখন পুরো পৃথিবী আমাদের বিপক্ষে মনে হচ্ছে।’

মূল সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে কানাডাকে জয়সূচক গোলটি এনে দেন ভ্যানেসা জাইলস। ম্যাচের পর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ফিফার দেওয়া শাস্তির কথা মনে করে কেঁদে ফেলেছেন এই ফুটবলার।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমরা এতে (ড্রোন কেলেঙ্কারি) অংশ নেইনি। আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি। আমরা কিছুই করিনি। এমন একটি বিষয়ে নিজেদের রক্ষা করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, যার উপর আমাদের কোনো নিয়্ন্ত্রণ নেই।’

জাইলস আরও বলেন, ‘আমরা কোনো সুবিধা নিইনি। আমরা মাঠে নেমেছি নিজেদের উজাড় করে খেলার জন্য। সারা বছর এ জন্যই কষ্ট করেছি। যে কারণে এমন অনিয়ন্ত্রিত কিছুর (পয়েন্ট কর্তন) জন্য প্রচণ্ড হতাশা আর রাগই হয়েছে শুধু।’

ড্রোন কেলেঙ্কারির অভিযোগে দলের হেড কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই সময়ে ফুটবল সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিতে পারবেন না তিনি। প্রিস্টম্যানের দুই সহকারী জোসেফ লম্বার্ডি ও জেসমিন মান্দারকেও একই শাস্তি দেওয়া হয়েছে।

এবারের অলিম্পিকে ১২ দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এছাড়া তৃতীয়স্থানে থাকা ৩টি দলের মধ্যে পয়েন্টের ভিত্তিতে সেরা দুটি দলও কোয়ালিফাই করবে সেটা আটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়