শিরোনাম
◈ হাসিনার পদত্যাগ: সুপ্রিম কোর্টের স্পেশাল রেফারেন্সে যা ছিলো ◈ সৌদি আরব বৈদ্যুতিক জেট পরিষেবা চালু করছে হজ যাত্রীদের জন্য  ◈ সমন্বয়কদের আশ্বাসে বঙ্গভবন এলাকা ছাড়ছেন আন্দোলনকারীরা, নিরাপত্তা জোরদার ◈ ‘ডেঞ্জার অ্যালার্ট’, ঘূর্ণিঝড় ডানা ধেয়ে আসছে! ◈ বঙ্গভবনের সামনে পুলিশের ওপর চড়াও হল বিক্ষোভকারীরা, অস্ত্র ফেলে চলে যায় পুলিশ (ভিডিও) ◈ ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার ◈ মালয়েশিয়ায় ন্যানো স্যাটেলাইট আবিষ্কার করলেন বাংলাদেশি গবেষক তারিকুল ◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা : সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে সিন নদীর পানি দূষণ, অনুশীলন বাতিল করলো অলিম্পিক আয়োজক কমিটি

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি সিন নদীর পানি দূষিত হওয়ায় ট্রাইথেলনের প্রথম অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয়েছে। রোববার আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পানির গুণাগুন পরীক্ষা করে ট্রাইথেলনের সাঁতার অংশের অনুশীলন বাতিল করা হয় বলে ২০২৪ প্যারিস ও বিশ্ব ট্রাইথেলন এক বিবৃতিতে জানিয়েছে।

এর আগে এ মাসের মাঝামাঝিতে সাঁতারের জন্য সিন নদীর পানি পুরোপুরি পরিস্কার বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছিল। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারো এই নদীর পানির দূষণ নিয়ে শঙ্কা দেখা দেয়। চ্যানেল২৪

বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস ২০২৪ ও বিশ্ব ট্রাইথেলন সবসময়ই অ্যাথলেটদের সুস্বাস্থ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে সিন নদীর পানি বর্তমানে যথেষ্ট সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে না।

আয়োজকরা অবশ্য এজন্য টানা কয়েকদিনের বৃষ্টিকে দায়ী করেছেন। আগামী ৩০ জুলাই ট্রাইথেলন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এই সমস্যা কাটিয়ে ওঠার ব্যপারে তারা শতভাগ আশাবাদী।
যদিও শেষ পর্যন্ত নদীর পানি যদি দূষণমুক্ত করা সম্ভব না হয় তবে ‘প্ল্যান-বি’ কার্যকর করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সে সময় হয় প্রতিযোগিতা কিছুদিনের জন্য পিছিয়ে দেয়া হবে, নতুবা সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সরিয়ে নেওয়া হবে।

এর আগে, গত ১৭ জুলাই প্যারিসের মেয়র আনে হিডালগো আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগেকে নিয়ে সিন নদীতে সাঁতার কাটেন। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়