শিরোনাম
◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি ◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস ◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের সঙ্গে চুক্তির কাজটা শেষ করলেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক :নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হতেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তির কাজ শেষ করলেন এনদ্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর পরিচয় পর্বও হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রিয়ালের জার্সি গায়ে তুলে আবেগ ধরে রাখতে পারেননি এনদ্রিক। চোখের জলে ভিজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বলার ভাষা আমার নেই। কারণ, সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

রিয়ালের প্রতি এনদ্রিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো, ‘ কাঁদতে চাইনি, কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি। কারণ, একজন মানুষ আমার জীবনে এসেছিল—ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করি।’

অনেক দিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এনদ্রিক।  ২০২২ সালের পালমেরাইসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা (১৬ বছর ৩ মাস ৪ দিন) হয়ে আলো কেড়েছিলেন এনদ্রিক। এরপর তাঁর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। তখনই তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এনদ্রিকের ক্লাব পালমেরা।

গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়ে অভিষেক হয় এনদ্রিকের। গত ৫৭ বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর, সব মিলিয়ে চতুর্থ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এনদ্রিক। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এনদ্রিক। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল এবারের মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কোর বিপক্ষে খেলবে। ১৮ আগস্ট সেই ম্যাচেই কি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন এনদ্রিক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়