শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ১০:৩৫ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বল হাতে সাকিবের সাফল্যে দল পেলো জয়

স্পোর্টস ডেস্ক: কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য সাকিব আল হাসান।তবে দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। টুর্নামেন্টে প্রথম জয়ও পেয়েছে বাংলা টাইগার্স।

ব্রাম্পটনে ইফতিখার আহমেদের ফিফটিতে আগে ব্যাটিং করে সাকিবের দল তুলেছিল ৭ উইকেটে ১৫২ রান। সাকিব আর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভার ব্যাটিং করেও ১৩০ রান তুলতে পারে ভ্যাঙ্কুবার নাইটস।

প্রথম ম্যাচে ১৬ রানে ১ উইকেট নেওয়া শরীফুল কাল মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিব অবশ্য কালও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব কাল নেমেছিলেন ৬ নম্বরে। রান পাননি, আউট হয়েছেন ২ রান করে। সন্দীপ লামিচানের বোলিংয়ে ইনিংসের ১১তম ওভারে এলবিডব্লিউ হন।

নতুন বলে দলকে দারুণ শুরু এনে দেন শরীফুল। প্রথম ২ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেন আফগানিস্তানের মুনির আহমেদকে। সাকিবও আসেন পাওয়ার প্লেতে। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে উইকেটে না পেলেও রান দেন মাত্র ১।

অষ্টম ওভারে সাকিব পর পর দুই বলে রেজা হেনড্রিকস ও আসিফ আলীকে আউট করেন। প্রথম ২ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের ১৪তম ওভারে। সে ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র ৪।

অধিনায়ক সাকিব আবার বোলিংয়ে আসেন ইনিংসের ১৮তম ওভারে। যখন ভ্যাঙ্কুবার নাইটসের জয়ের জন্য প্রয়োজন ৩ ওভারে ৪১ রান, উইকেটে ছিলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। সেই ওভারে ২৯ রান করা প্রিটোরিয়াসকে ফিরিয়েই জয় অনেকটা নিশ্চিত করেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়