স্পোর্টস ডেস্ক: চলমান প্যারিস অলিম্পিকে প্রথম পদক কাজাখস্তান জিতলেও প্রথম দুটি সোনা জিতেছে চীন। ১০ মিটার শুটিং এয়ার রাইফেল মিশ্র প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়াকে ১৬-১২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে চীনের লিহাও শেং-টিং উ হুয়াং জুটি।
শনিবার (২৭ জুলাই) দ্বিতীয় সোনা জিতেছে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেন। ২০০৪ সালে এথেন্সের পর এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন। -প্রথম আলো
দিনের শুরুতে ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে কাজাখস্তানের কাছে পাত্তাই পায়নি জার্মানি। তাদেরকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন আলেক্সান্দ্রে লি ও সাতপাইয়েভ ইসলাম জুটি।
এসবি২
আপনার মতামত লিখুন :