শিরোনাম
◈ সংগীতশিল্পী মমতাজ বেগম কোথায় আছেন? এই বিষয় যা জানাগেল ◈ ক্রিকেটার রোহিত শর্মাকে কুকুর বলেছিলেন কঙ্গনা, বললেন কংগ্রেসের মুখপাত্র ◈ বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? যা বললেন ব্যারিস্টার পার্থ ◈ সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা লিগে উজ্জ্বল শরিফুল, ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক: আমেরিকায় মেজর লিগ ক্রিকেট (এমএলএস) খেলার পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে শনিবার (২৬ জুলাই) মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে বল ও ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ। তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা হেরেছে ৩৩ রানে।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ করে মন্ট্রিয়ল টাইগার্স। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট শিকার করেন শরিফুল। তবে অধিনায়ক সাকিব বোলিংয়ে ৩০ রান খরচা করলেও উইকেটের দেখা পাননি তিনি। -ক্রিকইনফো

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং করেন। ৩৯ বল খরচায় ৬৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তিনে নামা সাকিব ৬ বলে ৩ রান করেন। এই ব্যর্থতার রেশ চলছে কয়েকমাস ধরে।

গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হারের পথে থাকে দল। ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়ল পায় ৩৩ রানের জয়। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন আয়ান আফজাল খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়