শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা লিগে উজ্জ্বল শরিফুল, ব্যর্থ সাকিব

স্পোর্টস ডেস্ক: আমেরিকায় মেজর লিগ ক্রিকেট (এমএলএস) খেলার পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে শনিবার (২৬ জুলাই) মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে বল ও ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ। তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা হেরেছে ৩৩ রানে।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ করে মন্ট্রিয়ল টাইগার্স। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট শিকার করেন শরিফুল। তবে অধিনায়ক সাকিব বোলিংয়ে ৩০ রান খরচা করলেও উইকেটের দেখা পাননি তিনি। -ক্রিকইনফো

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং করেন। ৩৯ বল খরচায় ৬৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তিনে নামা সাকিব ৬ বলে ৩ রান করেন। এই ব্যর্থতার রেশ চলছে কয়েকমাস ধরে।

গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হারের পথে থাকে দল। ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়ল পায় ৩৩ রানের জয়। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন আয়ান আফজাল খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়