স্পোর্টস ডেস্ক: ছক্কা মারলে রান পাবেন না কোনো ব্যাটার। আবার সেই ব্যাটার দ্বিতীয়বার ছক্কা মেরে দিলে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। ইংল্যান্ডের সাউথউইক ও শোরহাম ক্রিকেট ক্লাব তাদের মাঠে এই নিয়মই বেঁধে দিয়েছে। প্রতিবেশীদের অভিযোগের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রাইটনের কাছের ক্লাবটি।
এই অদ্ভুত নিয়ম চালু করা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ১৭৯০ সালে। ক্লাবটির ঘরের মাঠ দ্য গ্রিনের কাছাকাছি বাড়ি রয়েছে। সেসব বাড়িতে ক্ষয়ক্ষতির অভিযোগ আনার পর ক্লাব কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ হিসেবে ছক্কা মারাই বন্ধ করে দিয়েছে।
সাউথউইকের মাঠটির পাশে বসবাস করেন ম্যারি গিল। ৮০ বছর বয়সী গিল বলেছেন, এটা খুব ছোট মাঠ। আমার পিতামাতা এবং দাদা-দাদীরা এখানে থাকতেন আমার আগে। ক্রিকেট বল সবসময়ই উড়ে এসে ক্ষতি করেছে। বছর ধরে আমরা ছাদের টাইলস ভাঙা পেয়ে এসেছি, জানালা ভেঙে যাওয়া এবং এসব ধরনের ক্ষতি।
স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা নতুন নিয়মে সন্তুষ্ট নন মোটেও। বাড়িতে বল পড়ার ব্যাপারে একজন ক্রিকেটার তো বলে দিয়েছেন, ক্রিকেট মাঠের পাশে আপনি ঘর কিনে থাকলে, আপনার আঙিনায় কিছু বল দেখবেন। আরেকজন চরম বিরক্তিই প্রকাশ করেছেন এভাবে, কীভাবে আপনি ছক্কা মারা নিষিদ্ধ করতে পারেন? হাস্যকর। এটা আনন্দ কমিয়ে দেয়।
তাদের ক্লাবের কোষাধ্যক্ষ মার্ক ব্রক্সাপকে অনেক কিছু হিসাব করতে হয় যদিও। অদ্ভুত নিয়মটি তৈরিতে জড়িয়ে থাকা এই কর্মকর্তা বলেছেন, অতীতে গাড়ি, ঘর, এমনকি ছাদের ক্ষতি হওয়ার কিছু ঘটনা ঘটেছে। আমরা ব্যয়বহুল বীমা পরিশোধ করতে চাই না। অথবা আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক সেটা চাই না। এজন্য এটা করাই বুদ্ধিমান সিদ্ধান্ত মনে হয়েছে।
আপনার মতামত লিখুন :