শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক ফুটবলে ইরাকের জয়

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক ফুটবলে শুভ সুচনা করেছে ইরাক। ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ইউক্রেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। সমান পয়েন্ট হলেও আর্জেন্টিনাকে একই ব্যবধানে হারানো মরক্কো দ্বিতীয় স্থানে রয়েছে। ২৭ জুলাই আর্জেন্টিনা ইরাকের এবং ইউক্রেন মরক্কোর মুখোমুখি হবে।

এদিকে স্বাগতিক ফ্রান্স ‘এ’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে তারা ৩-০ গোলে হারিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ড ২-১ গোলে গিনিকে হারিয়েছে।

’সি’ গ্রুপে স্পেন ২-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে স্পেন শুভ সুচনা করেছে। গ্রুপের অন্য ম্যাচে মিশর ডোমিনিক রিপাবলিকের সঙ্গে গোল শূন্য ড্র করেছে। ২৭ জুলাই মিশর উজবেকিস্তানের এবং স্পেন ডোমিনিক রিপাবলিকের মুখোমুখি হবে।

’ডি’ গ্রুপের খেলায় বড় জয় পেয়েছে এশিয়ার দল জাপান। তারা দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়েকে হারিয়েছে। মিতো ও ফুজিও জোড়া গোল করেন। ইসরায়েল ও মালির মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ম্যাচে জাপান মালির এবং ইসরায়েল প্যারাগুয়ের মুখোমুখি হবে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট আট দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়