শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে আরব আমিরাতের যুব ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরে বয়সভিত্তিক দলের ভালো পারফরম্যান্সের জন্য টাইগার ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিকেএসপিতে ৩৯ জন ক্রিকেটার নিয়ে কাজ করছে যুব দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। যুবাদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে আমিরাতের যুব দল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। তিনি বলেন, অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের বিপক্ষে একটা তিন দিনের ম্যাচ এবং চারটি ওয়ানডে খেলবে যুবারা। ওটাই আমাদের যুবাদের প্রথম সিরিজ। 

তিনি আরও বলেন, ২৮ জন ক্রিকেটার নিয়ে প্রাকটিস করছি। আর বাকি ১১ জন পরীক্ষা দিচ্ছে তো যখন বাকিদেরও অনুশীলনের মধ্যে আনতে পারব তখন আমরা দলটাকে মোটামুটি গুছিয়ে আনবো। টোটাল ২৮ জনের দল থাকবে। আগস্টের পরে সেপ্টেম্বরে একটা দল গড়ে ফেলব। দলটা ২২-২৪ বা ২৮-২৮ হতে পারে। ক্রিকেটারদের ওপর নির্ভর করবে আরকি। -ঢাকা পোস্ট

যুবা ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলবেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এ বিষয়ে সেজান বললেন, আগামী ৫ তারিখ খুলনা যাব সেখানে কয়েকটি প্রাকটিস ম্যাচ খেলব। সূচি ঠিক হয়নি এখনো। আমাদের ১১ জন ক্রিকেটার পরীক্ষা দিচ্ছে সেটার ওপর ভিত্তি করে আমরা সূচি সেট করব।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়