স্পোর্টস ডেস্ক: এবারের প্যারিস অলিম্পিক নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে আয়োজকরা। সেই তালিকায় যোগ দিলো নিউজিল্যান্ড ও কানাডা ফুটবল দলের নাম। কিউইদের অনুশীলনে ড্রোন ব্যবহার করায় গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কানাডার বিরুদ্ধে।
নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির অভিযোগ, ড্রোন চালিয়ে তাদের নারী ফুটবল দলের অনুশীলন ভিডিও করছিলেন কানাডা অলিম্পিক দলের একজন সাপোর্ট স্টাফ। সাথে সাথে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানালে সেই ড্রোন এবং অপারেটরকে আটক করেন।
পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ দায়ের করে নিউজিল্যান্ড। অভিযোগ প্রমাণিত হওয়ায় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছে কানাডা অলিম্পিক কমিটি। এই ঘটনা তদন্ত করে ড্রোন অপারেটরকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। -এনটিভি
বুধবার (২৪ জুলাই) পাঠানো এক বিবৃতিতে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের কাছে ক্ষমা চেয়ে কানাডা অলিম্পিক কমিটি জানায়, আমরা মন থেকে নিউজিল্যান্ড ফুটবলের কাছে ক্ষমা চাইছি। কানাডিয়ান অলিম্পিক কমিটি সবসময় ফেয়ার প্লেতে বিশ্বাস করে। এই ঘটনায় আমরা হতবাক এবং হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, তাদের খেলোয়াড় এবং নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
এর আগে বুধবার আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচ চলাকালে বেশকিছু দর্শক মাঠে ঢুকে পড়েন। এমনকি গ্যালারি থেকে আর্জেন্টাইন ফুটবলারদের দিকে বোতলও ছুঁড়ে মারা হয়। যার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছে।
এসবি২
আপনার মতামত লিখুন :