শিরোনাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টনসিলের কারণে অলিম্পিকে খেলা হচ্ছে না টেনিস তারকা সিনারের

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবার শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিড়া প্রতিযোগিতা অলিম্পিকের ৩৩তম আসর। এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। টনসিলের কারণেই অলিম্পিক শুরুর আগেই শেষ এই তারকার।

বুধবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। এই টেনিস তারকা লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্যারিস অলিম্পিক গেমসে আমি খেলতে পারছি না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর খারাপ লাগতে শুরু করে। দুই দিন বিশ্রাম নেওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার টনসিলের সমস্যা খুঁজে পেয়েছেন ও খেলতে কঠোরভাবে নিষেধ করেছেন।

হতাশা প্রকাশ করে টেনিস বাছাইয়ের শীর্ষ তারকা বলেন, অলিম্পিকে খেলতে না পারা অনেক হতাশার বিষয়। কারণ এই মৌসুমে এটা আমার অন্যতম এক লক্ষ্য ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গৌরব রয়েছে, সেটার অংশ হতে তর সইছিল না। সকল ইতালিয়ান অ্যাথলেটকে শুভকামনা। তাদের আমি বাড়ি থেকে সমর্থন দেব। -আজকের পত্রিকা

এবারের অলিম্পিকে লরেনৎসো মুসেত্তির সঙ্গে ডাবলস খেলার কথা ছিল সিনারের। সিনার ছিটকে যাওয়ায় তার পরিবর্তে টেনিস বাছাইয়ের ২০৭ নম্বর খেলোয়াড় আন্দ্রেয়া ভাভাসরি খেলবেন। এছাড়া  আরিনা সাবালেঙ্কা, ওনস জাবির, এমা রাদুকানু, বেন শেল্টন— নারীদের টেনিসে এসব তারকাদেরও খেলা হচ্ছে না প্যারিস অলিম্পিক।

চলতি বছরই অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম অর্জন কনে সিনার। ২০২৩ উইম্বলডন ওপেনের শেষ চারেও ওঠার কীর্তি রয়েছে ইতালিয়ান টেনিস তারকার।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়