শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো কাপে বর্ণবাদী স্লোগানের জন্য ৭টি দেশকে শাস্তি দিয়েছে উয়েফা

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপে অংশ নিয়েছিল ২৪টি দেশ। এরমধ্যে সমর্থকদের বর্ণবাদী স্লোগানের জন্য ৭টি দেশকে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা (উয়েফা)। তবে কোন ঘটনা বা কোন স্লোগানকে ঘিরে জরিমানা করা হয়েছে সেটি স্পষ্ট করেনি সংস্থাটি।

দেশগুলো হলো সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও আলবেনিয়া। সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়েছে ক্রোয়েশিয়াকে। ৫০ হাজার ইউরো জরিমানার পাশাপাশি পরবর্তী উয়েফা অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির ফেডারেশনকে। -প্রথম আলো

অস্ট্রিয়া ফুটবল ফেডারেশনকে দুই বছরের জন্য উয়েফার অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অস্ট্রিয়াকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া আলবেনিয়া, স্লোভেনিয়া ও হাঙ্গেরিকেও আর্থিক জরিমানার সঙ্গে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বর্ণবাদী স্লোগান শোনা গেছে ১৭টি ম্যাচে। স্লোভেনিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার তিনটি করে ম্যাচে এমন ঘটনা ঘটেছে। হামবুর্গে ক্রোয়েশিয়া ও আলবেনিয়া ম্যাচে দুই দলের সমর্থকেরা সার্বিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। তখন উয়েফা জানিয়েছিল, তারা বিষয়টি তদন্ত করবে। উয়েফা যথাযথ পদক্ষেপ না নিলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল সার্বিয়া।

এর আগে স্পেনের দুই তারকা ফুটবলার রদ্রি ও আলভারো মোরাতার বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় উয়েফা। এই দুই ফুটবলারকে শোভন আচরণের নীতিমালাভঙ্গ, খেলাধুলার অনুষ্ঠানকে খেলাবিহীন প্রচারণার কাজে ব্যবহার এবং উয়েফার সম্মানহানি ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়