শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা ও কোহলি: গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই সমর্থকদের চমকে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তিনজনই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন বিশ্বকাপ জেতার কিছু পরেই। তারা বিদায় জানানোর পর এবার বাকি দুই ফর্ম্যাটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।- এই সময়

টেস্ট ও ওডিআইতে কতদিন তারা খেলা চালিয়ে যাবেন সেটা এখন বড় প্রশ্ন। কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।

সংবাদ সম্মেলনে জানালেন, তিনি বিশ্বাস করেন যে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। বিরাট ও রোহিত টি-টোয়েন্টিকে বিদায় জানালেও তারা ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ খেলা পর্যন্ত তৈরি।

গম্ভীর বলেন, ওরা দেখিয়েছে ওরা বড় মঞ্চে কী করতে পারে। ওদের দু’জনের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা থাকছে, যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপেও খেলবে। ওরা যা করেছে সেটা দেখার পর, ওটা এখনও বিশ্বমানের এবং বিশ্বের যেকোনও দল ওদের নিজেদের দলে চাইবে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ছুটিতে গিয়েছিলেন। গৌতম গম্ভীরের অনুরোধে তারা ছুটিকে কাটছাঁট করে ফিরছেন দলে। ওডিআই সিরিজে খেলবেন এই দুই তারকা। শ্রীলঙ্কা সিরিজ খেলার পাশাপাশি তাদের ফোকাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জুটি ফিট থাকলে তারা ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে বলে আশাবাদী।

অপর তারকা রবীন্দ্র জাদেজার প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে। জাদেজাও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে রাখা হয়নি। এই বিষয়ে গম্ভীর বলেন, জাদেজা এবং অক্ষর দু’জনকেই দলে রাখতে হবে। জাদেজাকে ড্রপ করিনি। আমরা দু’জনকে নিলে কাউকে না কাউকে সিরিজে বসাতে হতো, তিন ম্যাচে খেলাতে পারতাম না। ওকে টেস্টে ভাবছি আমরা, সামনে ১০টা টেস্ট ম্যাচ আছে। ও আমাদের পরিকল্পনায় আছে। সম্পাদনা: এল আর বাদল
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়