শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আহমেদ ফয়সাল: [২] নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হারলেই বাড়ি, আর বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ নারী দলের। এমন সমীকরণের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। সেখানে ১১৪ রানে মালয়েশিয়াকে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

[৩] এই জয়ে রান রেটে (+১.৯৭১) থাইল্যান্ডকে (+০.০৯৮) ছাড়িয়ে গেলেন নিগার সুলতানা জ্যোতিরা। বড় এই জয়ে নেট রান রেট বেড়ে যাওয়ায় নিশ্চিত হয়েছে বুধবার রাতে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ম্যাচের ফল যাই হোক না কেন, বাংলাদেশ ‘বি’ গ্রুপে সেরা দুইয়ে থাকছেই।

[৪] থাইল্যান্ড লঙ্কানদের অবিশ্বাস্যরকম বড় ব্যবধানে হারিয়ে দিলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।

[৫] বুধবার শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। এক ছয় ও ১০ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

[৬] এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৭ বল খরচায় ৫ চার ও দুই ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার দিলারা আক্তার করেন ২০ বলে ৩০ রান। এদিন টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে [৬] মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান করেছিল তারা। এ ছাড়া এশিয়া কাপেও টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির এটি।

[৭] লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বেশিদূর এগোতে পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে থেমেছে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার, আর কেউই বলার মতো রান করতে পারেননি।

[৮] বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার। এছাড়া জাহানারা আলম, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান ও সাবিকুন নাহার জেসমিন একটি করে উইকেট নেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়