স্পোর্টস ডেস্ক: নেপালকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে তারা নেপালকে ৮২ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিল। জবাবে নেপাল ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সমর্থ হয়।
আগামী ২৬ জুলাই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। 'বি' গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে তারা।
টস জয়ের পর ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শেফালি ভার্মা ও দায়ালান হেমালতার দুর্দান্ত ব্যাটিংয়ে নেপালের বোলাররা যেনো চোখে সর্ষে ফুল দেখছিল। একের পর এক তারা বলকে সীমানার বাইরে পাঠিয়ে দলের সংগ্রহ সমৃদ্ধ করে চলেছিল। বিশেষ করে শেফালি ভার্মা ছিলেন বেশ আক্রমণাত্মক। ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে এক ডজন বাউন্ডারির মার ছিল। মাত্র ৬১ বলে তিনি এই রান করেছিলেন। একটি ওভার ওভার বাউন্ডারিও ছিল তার ইনিংসে।
হেমালতা একটু ধীর গতির ইনিংস খেললেও ৪২ বলে করেছিলেন ৪৭ রান। তবে ঝড়ো ইনিংস খেলেছিলেন জেমিমা রদ্রিগুয়েজ।মাত্র ১৫ বলে ২৮ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। পাঁচটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। নেপালের সিতা রানা মাগার ছিলেন সফল বোলার। দুটো উইকেট শিকার করেন তিনি।
জয়ের লক্ষ্যমাত্রা ১৭৯। রানটা যে পাহাড়সম তার প্রমাণ দিতে মোটেও দেরি করেনি নেপালের ব্যাটাররা।ভারতের বোলারদের তোপে তারা একের পর এক উইকেট হারাতে থাকে। নির্ধারিত বিরতিতে উইকেট হারালেও ওপেনার সিতা রানা মাগার (১৮), ইন্দু বার্মা (১৪), রুবিনা ছেত্রি (১৫) ও বিন্দু রাওয়াল অপ ১৭ রান করেন। তাদের এ রান অবশ্য ভারতের সংগ্রহের জবাব দেওয়ার জন্য যথেষ্ঠ ছিল না।
ভারতের দিপ্তি শর্মা ১৩ রানে ৩ উইকেট পান। এছাড়া অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব দুটো করে উইকেট পান।
আপনার মতামত লিখুন :