শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরির কারণে লিগস কাপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন মেসি !

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ইনজুরির কারণে পুরো সময় খেলতে পারেননি লিওনেল মেসি। খেলার মাঝেই কেঁদে মাঠ ছাড়তে হয় তাকে। সদ্য কোপা জয়ী তারকা এখনো রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে কোচ টাটা মার্তিনো ইঙ্গিত দিয়েছেন, ইনজুরির কারণে লিগস কাপের বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। সূত্র : সময়টিভি 

আন্তর্জাতিক কিংবা ক্লাব পর্যায়ে এমন কোনো ট্রফি নেই, যা স্পর্শ করেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সময় কোনো শিরোপা না পাওয়ার আক্ষেপ ছিলো। কিন্তু ২০২১ এর কোপা জয় দিয়ে শুরু। এরপর আর থামতে হয়নি। যেই টুর্নামেন্ট খেলেছেন আকাশী-নীলদের হয়ে, সবগুলোরই শিরোপা দেশে নিয়ে ফিরেছেন।

সবশেষ যুক্তরাষ্ট্রের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা। যা তার অর্জনের ঝুলিকে করেছে আরো সমৃদ্ধ। ফুটবল ইতিহাসে এখন সর্বোচ্চ ৪৫ শিরোপার মালিক এলএম টেন। টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেসকে। যৌথভাবে ৪৪টি শিরোপা ছিলো তাদের ঝুলিতে।

অবশ্য কোপা জয়ের দিনই ইনজুরিতে পড়েন মেসি। যার কারণে খেলতে পারেননি পুরো ম্যাচ। দল দেশে ফিরে গেলেও মেসি এখনো রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। চলছে তার চিকিৎসা। এর মাঝেই ক্লাবের পক্ষ থেকে দারুণ এক সম্মাননা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।

ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৪৫ ক্যারিয়ার শিরোপা জয়ে মেসিকে সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ। মেসির উঁচিয়ে ধরা ৪৫ শিরোপার প্রতিকৃতি দেখা যায় মাঠের মাঝে। ইন্টার মায়ামির অন্যতম সত্ত্বাধিকারী হোর্হে মাস মেসির হাতে তুলে দেন বিশেষ স্মারক। ইন্টার মায়ামির জার্সিতে সংখ্যাটা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অবশ্য সেখানেও একটা দৃশ্য নজর কেড়েছে অনেকের। এখনো খুঁড়িয়ে হাঁটছেন মেসি। যার অর্থ হলো কোপার ফাইনালে পায়ে যে চোট পেয়েছিলেন সেখান থেকে এখনো সুস্থ হয়ে ওঠেননি। ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন আর্জেন্টাইন তারকা, সেটারও কোনো নিশ্চয়তা নেই।

এমএলএস অলস্টার ম্যাচে খেলতে পারছেন না মেসি সেটা নিশ্চিত। কদিন বাদেই শুরু হচ্ছে লিগস কাপ। যে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মেসির দল। মায়ামি কোচ ইঙ্গিত দিয়েছেন এবারের লিগস কাপে হয়তো দেখা যাবে না দলের মূল খেলোয়াড়কে। কারণ লিগস কাপ শুরু হবে আগামী শনিবার। ৫ সপ্তাহের এই আসরের পর্দা নামবে ২৫ আগস্ট।

বয়স ও চোট বিবেচনায় মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না মায়ামি কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে আবারো মেসিকে মাঠে দেখতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়